বরফ তুলোর দেশে...
বরফ তুলোর দেশে... ✍ তন্ময় শান্ডিল্যদেব তালুকদার (১) আজ ভীষণ তুষারপাত হচ্ছে। সাদা তুলোর ন্যায় বরফ এসে পড়ছে চারপাশে। নিউইয়র্কের রাস্তাঘাট তুষারে ঢেকে যাচ্ছে। এখানে সবাই যদিও বলে Snow Fall, কিন্তু আবির বলে বরফ তুলোর উপত্যকা। আহঃ, শুনতেও লাগে ভারী মিষ্টি। - নিউ ইয়র্ক তাহলে সু প্রাচীন ইট পাথরে ঢাকা ঐতিহাসিক একটি বরফ তুলোর উপত্যকা! বাঃ। - না নিউইয়র্ক নয়। বরফ তুলোর উপত্যকার মতোই লাগে খানিকটা। কিন্তু এটা নিউ ইয়র্ক নয়। বরফ তুলোর উপত্যকা ভারতে। হিমালয়ে। - এবার চলো আসার আগে তাহলে হিমালয় ঘুরে আসি। সিমলা, মানালী, লাদাখ, কাশ্মীর বা বা উত্তরকাশী... কেমন হবে বলো? - উত্তরকাশী! আহঃ, বরফ তুলোর উপত্যকা। - উত্তরকাশীকে বরফ তুলোর উপত্যকা বলো তুমি? - উত্তরকাশীও বলতে পারো। - কখনো গিয়েছো? - নাঃ। তবে মহালয়াও যায় নি। - মহালয়া! কে সে? - যার জন্যে বরফের তুলোরা উপত্যকা রচনা করেছিলো! (২) তুষার পাত শেষ হয়েছে গতকাল। এখনও এখানে সেখানে তুষার। যেন আবিরের বরফ তুলোর উপত্যকা। আজ ফ্লাইট দেশের। প্রায় সাত বছর পর ...