(১) আচ্ছা, ভেবে দেখো তো, Parents থেকে তো আমাদের সৃষ্টি, সেই Parents কতোজন Person এর সমন্বয়ে? দুই জন। আচ্ছা, তাহলে Total Grand Parents মানে ঠিক আগের ধাপে কতজন? চার জন তো? বাবার Parents আর মায়ের Parents সব মিলিয়ে চারজন। তাহলে হিসেব করি তো- Parents = 2 Person Grand Parents = 4 Person Great Grand Parents = 8 Person 2nd Great Grand Parents = 16 Person 3rd Great Grand Parents = 32 Person 4rth Great Grand Parents = 64 Person 5th Great Grand Parents = 128 Person 6th Great Grand Parents = 256 Person 7th Great Grand Parents = 512 Person 8th Great Grand Parents = 1024 Person 9th Great Grand Parents = 2048 Person তাহলে গ্রাজুয়ালি হিসেব করলে ২, ৪, ৮, ১৬, ৩২, ৬৪, ১২৮, ২৫৬, ৫১২, ১০২৮... কিছুর সাথে মিলছে কি? দুই এর যদি একটি সিরিজ লিখতে বলা হয় যা জ্যামিতিক হারে বাড়বে? অথবা আমরা যে মেমরি কার্ড ব্যবহার করতাম বা করছি, সেগুলোর সাইজ কি যেন? ২ জিবি, ৪ জিবি, বা ৫১২ জিবি, ১০২৮ জিবি বা ১ টেরাবাইট। ম্যাথের সাথে কানেক্ট হয়...
ছোট্ট কবিতা
ReplyDeleteমনে ছন্দ এসেছে
লিখবো বলে তাই
চিন্তায় দ্বন্ধ ফেঁদেছে
কি করি আমি হায়
ভাবছি তোমাকে
লিখবো আজ আমি
তোমার মিষ্টি হাসিকে
ছোট্ট একটি ফুল
দারুণ গন্ধ ছড়ালো
মিষ্টি এ বিকেলে
আমার মন কুড়ালো
ছোট ছোট কুড়ি
মিলিয়ে গাইছি তুমি শোনো
আমার মনের কোণে
তোমায় আঁকি (সে কী) জানো?
অতঃপর নৈঋতে অপরাহ্নে
ReplyDeleteঅরুণাচলের আগ্নেয় রথপানে
তোমার আমার প্রথম পরিচয়
পৃথ্বী তটে যেন বসন্ত অসময়...
যেন কৃষ্ণচূড়ার রাঙ্গা আলোয়
আগুন লেগেছে মন প্রদীপে
গোধূলিও আজ খুব প্রেম মেখলা
প্রেম আঞ্চলে যেন খুব মত্তে!
(2021)
সুবিমল এই মধুমাখা অপরাহ্নে,
ReplyDeleteশুধু... 'শুভ বিকাল' শুভেচ্ছা নিও।
সুমিত গোধূলির উষিত ছান্দোগ্যে-
শুধু সন্ধ্যা পূর্ব মাধুর্যিত টুকু নিও..।।
(2019)
হারানোর গল্পতে শুধু
ReplyDeleteখুঁজেছি আমি ছন্দ কিছু
তোমার অবেলায়
হারিয়ে আমি অনেক দুপুর
তোমার অনন্ত মায়ায়
চেয়েছি কিঞ্চিৎ স্নেহমাখা
প্রেমের উপাখ্যান
আর নাহয় কিছু
অপ্রেমী মিত্রতায় তান
সূর্যাস্তে শুধু দেখি আমি
অদৃশ্য এক তুমি
অসীমাত্মক এক শূন্যতায়
দুর্বিষহ আগামী
আমার হারানোর গল্প জুড়ে
অনন্ত বিমর্ষের কবিতা
আর তোমায় ঘিরে অবাস্তবীয়
স্বপ্নের যতো ব্যর্থতা
(কলমাকান্দা July, 2023)
और, बरसात की ये मौसूम भी हैं
ReplyDeleteठंडी ठंडी प्यारा बहत हवा भी हैं
ऐसा बाताबरण में अगर दिल खिल जाये
तो मित्रता की शुभ सूचना भी पवित्र हो जाये
तो स्वीकार कीजिए मेरा मित्रता की ये निमंत्रण
और चलिए करते हैं ये मित्रभावना की अभिनंदन
(कलमाकांदा July, 2023)
আছো তুমি কবিতা এখনও অনেক রাতে
ReplyDeleteআছো তুমি কি ভোরের বাতায়নে
কিংবা আমার প্রেমের শত শত ছন্দে?
তোমার অপেক্ষায় মধ্য দুপুর কাটিয়ে
বিনিদ্র রজনী আয়োজনে ভোরের
আসবে কি তুমি অন্তত এই ভোরের পরে?
(2021)
যদি ইচ্ছে হয়, খুউব সকালে,
ReplyDeleteতোমার মন মাতানো সুরেলা কন্ঠে
বলবে একবার শুভ সকাল?
আমি শুনবো কানপেতে,
আর বিলীন হয়ে যাবো
অপাংক্তেয় কবিতার শেষ পরিণতিতে।
(2021)
হবে চিরসখী?
ReplyDeleteতন্ময় শান্ডিল্যদেব তালুকদার
রংতুলি দিয়ে কাজলের ছোঁয়াতে,
নাহয় তোমার চোখের কালোতে-
ডুব দিয়ে বিলীন হবো এক প্রজন্ম!
তোমার মাধুরীর যতো মাধুর্য মায়ায়-
আর ওই চাহনির এতো গভীরতায়-
তপস্বী হয়ে থেকে যাবো দু-দুটি যুগ!!
লেগে থাকা - ওই এক চিলতে তোমার হাসিতে,
আর তোমার সপ্তসুর মালিকার রাগেতে,
আটকে থাকবো, চতুর্ব্বিংশ বছর ধরে!!
তারপর একদিন, সন্ধ্যে নামার খানিক আগে,
গোধূলির ধূসরতায়, সুধাবো একটু চমকে-
তবুও অক্লান্ত আমি! বলো হবে চিরসখী আমার?
(শিলিগুড়ি 26 September, 2023)
(১)
ReplyDeleteতুমি কি সখী শুধুই হাসিবে
হাসিয়া লুটিয়া চলিয়া যাবে
নাকি কতক এদিক পানে
চাহিয়া কিছু কহিবে, প্রাণে
(২)
তোমার মনের ছন্দ যতো আছে
গল্পের পসরা যতো ছড়িয়ে রয়েছে
সবই শুনিব এ বাসনাই যে গো মনে
করো সখী আচমন আমারও পানে
(৩)
সখী ছন্দে ছন্দে বাক্য সজিবো
সাত সুরের রাগ কবিতায় রাখিবো
পুঁজিবো তোমায় সেই অঞ্জলিতে
তবুও কি মিলিবে বর এ অর্চনাতে?
(৪)
তবে রহিবে কি তুমি শুধুই অন্তর্জালে
নাকি সখী হবে মোর কোনোও ছলে
নাকি বাঁশরীর সুরে গাঁথিয়া মালা
সুধাবে সখী তোমার ভাবনা এবেলা
(7-8 July, 2023)
আমি তো ডুবে আছি তোমার স্নিগ্ধতায়,
ReplyDeleteতোমার মিষ্টি হাসির অমলিন মুগ্ধতায়,
আর কুড়ে সময়ের প্রতিটি মুহূর্ত ধরে-
অপলক চেয়ে আছি তোমারই অপেক্ষায়।
(8 January, 2024)
তোমার কথা সে তো কথা নয়,
ReplyDeleteযেন মধু হয়ে থেকে গেছে হৃদয়ে
তোমার হাসির ওই সুরের সে মাধুরী
গোপনে জাগালো প্রেম হৃদয়ে
সখী সে হাসির সুরেতে আর কথার জাদুতে
আমি যাবো যেন যাই কোথা হারিয়ে
তুমি এ কেমন মায়াতে আমায় জড়ালে গো
যেন অনুভবে আছি তুমিময় কোনো সময়ে
(17 January, 2024)
তোমার কথায় মুহূর্ত গুলো মুক্তো হয়ে ঝরে পরবে
ReplyDeleteসন্ধ্যা এতো রঙ্গীন হবে অরোরাও অনেক লজ্জ্বা পাবে
আর তোমায় কথাদের সুরে সুরে নানান ছন্দে
অজস্র কবিতার জন্ম হবে পদ্য পাতার মাঠে মাঠে
(3 February, 2024)
আমার হৃদয়ে যে বিশাল ঝড়
ReplyDeleteবাদল হয়ে বর্ষে নয়ন ধারায়
লুকিয়ে গিয়েছি মিথ্যে হাসিতে
বুঝোনি তুমি কতো বেদনায়
(30 March, 2024)
আমার অনুরাগে অনুরণে
ReplyDeleteতোর যতো ভাবনায় অনুমনে
জীবনের অর্থ খুঁজি ফিরি
ওই এক চিলতে হাসির নীড়ে।
তোর চাহনির মৃদু তীক্ষ্ণতাতে
অনুমিত ওই লাজুক তাকানোতে
বেঁচে থাকার উপন্যাস লিখি
প্রতিটি প্রহর ধরে ধরে।
ওই কণ্ঠের প্রতি শব্দের সুরে
আর তোর কথার সব মায়ায় জুড়ে
স্বপ্ন দেখার গল্প বুনে ফিরি
ওই তোর কোলের শান্তিদের ভিড়ে।
(15 May, 2024)
তোমার নামে শুদ্ধ রাগের ফুলকুঁড়ি কিছু আনিয়েছি
ReplyDeleteজানুয়ারির প্রথম সন্ধেয় দেবো বলে
তোমার চুলের খোঁপায় আর হাতে এক গুচ্ছ রবে
তোমার মুগ্ধ হাসি এ বুকে তখন প্রলয় আনার তালে
ক্লিক ক্লিক ক্লিক...
আমি মুগ্ধ চোখে ক্যামেরা হাতে ফটোগ্রাফার বনে যাবো
তুমি দারুণ ছন্দে রূপের প্রকাশে- নানা ভঙ্গিমায় মুহূর্ত বানাবে,
আর আমি তোমাতে মগ্ন ভীষণ তপস্বী এক ঋষি হবো
অনেক গুলো মিনিট এভাবে কাটিয়ে দিয়ে একসময়
আমার ক্লান্ত হাতে তোমার পাঁপড়ি সদৃশ হাতের কোমল বন্ধনে
রোমান্টিক এক সন্ধ্যার খুঁজে হাঁটতে রবো অনেকটা পথ
আর আমি দারুণ সব কবিতার আবৃত্তিতে তখন প্রেমের বোপন করবো তোমার মননে
এভাবেই এক সন্ধ্যা সাজিয়েছি আজ রাতের স্বপ্নে
যেন অফুরন্ত এক মিষ্টি মুহূর্ত ছিলো এই রাঞ্জার খোয়াবে
বলো সেই নতুন প্রেমের কবিতার সৃজনে
এই হ্যাপী নিউ ইয়ার সন্ধ্যেয় আমার হীর হবে?
(1 January, 2024)
একই রকম অনুভূতিগুলো
ReplyDeleteতন্ময় শান্ডিল্যদেব তালুকদার
ভালোবাসাগুলো কতোই অদ্ভুত-
তাই না?
আমার বা তোমার অনুভূতিগুলো?
চরিত্ররা বদলে গেলেও,
একই থাকা আবেগগুলো?
কখনো বা হারিয়ে ফেলার- আকাশফাঁটা হাহাকার গুলো?
যেন এক মুহূর্তেই ছবির মতো মনে হতে থাকে-
একসাথে কাটানো বিকেল, সন্ধ্যের খুনসুঁটিগুলো!
কতো অভিমানের মান ভাঙানোর গল্প গুলো!
একসাথে হাঁটা, প্রথম হাতে ধরা?
কিংবা প্রথম যেদিন চুমু খাওয়া?
একটি বা দুটো গোলাপ হাতে-
কোনো বিকেলে ঝালমুড়ি খাওয়া?
মুহূর্তের মাঝে মনে হতে থাকে সব।
ভালোবাসাটা চিরন্তন বলেই বোধ হয়!
আমি তুমি চরিত্ররা বদলে যেতে থাকে বছরের পর বছর।
হয়তো বা ব্যক্তিত্ব গুলোও সময়ের প্রয়োজনে!
কিন্তু সেই বকুলতলা, লেকের পাড়,
কিংবা ঝিলের কোণে বসে স্মৃতি রচনা-
অথবা স্মৃতিচারণা!
অনাদিকাল থেকে চলতেই থাকে।
ভালোবাসা কতোই অদ্ভূত, তাই না?
আরও অদ্ভূত চিরন্তন ভালোবাসার সব গল্পগুলো!
তারুণ্যের প্রাণে প্রেমের স্পর্শ-
সম্ভবত ঈশ্বরের শ্রেষ্ঠ রচনা।
তাই গল্পটা আমার কিংবা তোমার যারই হোক -
বিয়োগে দুঃখ আমাদেরই।
আর মিলনে স্বর্গের বাসন্তিক আনন্দ!
আমাদের সবার অনুভূতি গুলো একই রকম,
এমনটা আসলেই কেন হয় বলতে পারো?
(29 July, 2024)