একটি বিশেষ কমেন্ট থ্রেড!

 এই পোস্টের নীচে আমি কমেন্ট থ্রেডটি ব্যবহার করতে চাই, মনের মাঝে টুং টাং করা ছন্দ গুলোর স্মৃতিতে। 

Comments

  1. ছোট্ট কবিতা
    মনে ছন্দ এসেছে
    লিখবো বলে তাই
    চিন্তায় দ্বন্ধ ফেঁদেছে

    কি করি আমি হায়
    ভাবছি তোমাকে
    লিখবো আজ আমি
    তোমার মিষ্টি হাসিকে

    ছোট্ট একটি ফুল
    দারুণ গন্ধ ছড়ালো
    মিষ্টি এ বিকেলে
    আমার মন কুড়ালো

    ছোট ছোট কুড়ি
    মিলিয়ে গাইছি তুমি শোনো
    আমার মনের কোণে
    তোমায় আঁকি (সে কী) জানো?

    ReplyDelete
  2. অতঃপর নৈঋতে অপরাহ্নে
    অরুণাচলের আগ্নেয় রথপানে
    তোমার আমার প্রথম পরিচয়
    পৃথ্বী তটে যেন বসন্ত অসময়...
    যেন কৃষ্ণচূড়ার রাঙ্গা আলোয়
    আগুন লেগেছে মন প্রদীপে
    গোধূলিও আজ খুব প্রেম মেখলা
    প্রেম আঞ্চলে যেন খুব মত্তে!

    (2021)

    ReplyDelete
  3. সুবিমল এই মধুমাখা অপরাহ্নে,
    শুধু... 'শুভ বিকাল' শুভেচ্ছা নিও।
    সুমিত গোধূলির উষিত ছান্দোগ্যে-
    শুধু সন্ধ্যা পূর্ব মাধুর্যিত টুকু নিও..।।

    (2019)

    ReplyDelete
  4. হারানোর গল্পতে শুধু

    খুঁজেছি আমি ছন্দ কিছু
    তোমার অবেলায়
    হারিয়ে আমি অনেক দুপুর
    তোমার অনন্ত মায়ায়
    চেয়েছি কিঞ্চিৎ স্নেহমাখা
    প্রেমের উপাখ্যান
    আর নাহয় কিছু
    অপ্রেমী মিত্রতায় তান
    সূর্যাস্তে শুধু দেখি আমি
    অদৃশ্য এক তুমি
    অসীমাত্মক এক শূন্যতায়
    দুর্বিষহ আগামী
    আমার হারানোর গল্প জুড়ে
    অনন্ত বিমর্ষের কবিতা
    আর তোমায় ঘিরে অবাস্তবীয়
    স্বপ্নের যতো ব্যর্থতা

    (কলমাকান্দা July, 2023)

    ReplyDelete
  5. और, बरसात की ये मौसूम भी हैं
    ठंडी ठंडी प्यारा बहत हवा भी हैं
    ऐसा बाताबरण में अगर दिल खिल जाये
    तो मित्रता की शुभ सूचना भी पवित्र हो जाये
    तो स्वीकार कीजिए मेरा मित्रता की ये निमंत्रण
    और चलिए करते हैं ये मित्रभावना की अभिनंदन

    (कलमाकांदा July, 2023)

    ReplyDelete
  6. আছো তুমি কবিতা এখনও অনেক রাতে
    আছো তুমি কি ভোরের বাতায়নে
    কিংবা আমার প্রেমের শত শত ছন্দে?
    তোমার অপেক্ষায় মধ্য দুপুর কাটিয়ে
    বিনিদ্র রজনী আয়োজনে ভোরের
    আসবে কি তুমি অন্তত এই ভোরের পরে?

    (2021)

    ReplyDelete
  7. যদি ইচ্ছে হয়, খুউব সকালে,
    তোমার মন মাতানো সুরেলা কন্ঠে
    বলবে একবার শুভ সকাল?
    আমি শুনবো কানপেতে,
    আর বিলীন হয়ে যাবো
    অপাংক্তেয় কবিতার শেষ পরিণতিতে।

    (2021)

    ReplyDelete
  8. হবে চিরসখী?
    তন্ময় শান্ডিল্যদেব তালুকদার

    রংতুলি দিয়ে কাজলের ছোঁয়াতে,
    নাহয় তোমার চোখের কালোতে-
    ডুব দিয়ে বিলীন হবো এক প্রজন্ম!

    তোমার মাধুরীর যতো মাধুর্য মায়ায়-
    আর ওই চাহনির এতো গভীরতায়-
    তপস্বী হয়ে থেকে যাবো দু-দুটি যুগ!!

    লেগে থাকা - ওই এক চিলতে তোমার হাসিতে,
    আর তোমার সপ্তসুর মালিকার রাগেতে,
    আটকে থাকবো, চতুর্ব্বিংশ বছর ধরে!!

    তারপর একদিন, সন্ধ্যে নামার খানিক আগে,
    গোধূলির ধূসরতায়, সুধাবো একটু চমকে-
    তবুও অক্লান্ত আমি! বলো হবে চিরসখী আমার?

    (শিলিগুড়ি 26 September, 2023)

    ReplyDelete
  9. (১)
    তুমি কি সখী শুধুই হাসিবে
    হাসিয়া লুটিয়া চলিয়া যাবে
    নাকি কতক এদিক পানে
    চাহিয়া কিছু কহিবে, প্রাণে

    (২)
    তোমার মনের ছন্দ যতো আছে
    গল্পের পসরা যতো ছড়িয়ে রয়েছে
    সবই শুনিব এ বাসনাই যে গো মনে
    করো সখী আচমন আমারও পানে

    (৩)
    সখী ছন্দে ছন্দে বাক্য সজিবো
    সাত সুরের রাগ কবিতায় রাখিবো
    পুঁজিবো তোমায় সেই অঞ্জলিতে
    তবুও কি মিলিবে বর এ অর্চনাতে?

    (৪)
    তবে রহিবে কি তুমি শুধুই অন্তর্জালে
    নাকি সখী হবে মোর কোনোও ছলে
    নাকি বাঁশরীর সুরে গাঁথিয়া মালা
    সুধাবে সখী তোমার ভাবনা এবেলা


    (7-8 July, 2023)

    ReplyDelete
  10. আমি তো ডুবে আছি তোমার স্নিগ্ধতায়,
    তোমার মিষ্টি হাসির অমলিন মুগ্ধতায়,
    আর কুড়ে সময়ের প্রতিটি মুহূর্ত ধরে-
    অপলক চেয়ে আছি তোমারই অপেক্ষায়।

    (8 January, 2024)

    ReplyDelete
  11. তোমার কথা সে তো কথা নয়,
    যেন মধু হয়ে থেকে গেছে হৃদয়ে
    তোমার হাসির ওই সুরের সে মাধুরী
    গোপনে জাগালো প্রেম হৃদয়ে
    সখী সে হাসির সুরেতে আর কথার জাদুতে
    আমি যাবো যেন যাই কোথা হারিয়ে
    তুমি এ কেমন মায়াতে আমায় জড়ালে গো
    যেন অনুভবে আছি তুমিময় কোনো সময়ে

    (17 January, 2024)

    ReplyDelete
  12. তোমার কথায় মুহূর্ত গুলো মুক্তো হয়ে ঝরে পরবে
    সন্ধ্যা এতো রঙ্গীন হবে অরোরাও অনেক লজ্জ্বা পাবে
    আর তোমায় কথাদের সুরে সুরে নানান ছন্দে
    অজস্র কবিতার জন্ম হবে পদ্য পাতার মাঠে মাঠে

    (3 February, 2024)

    ReplyDelete
  13. আমার হৃদয়ে যে বিশাল ঝড়
    বাদল হয়ে বর্ষে নয়ন ধারায়
    লুকিয়ে গিয়েছি মিথ্যে হাসিতে
    বুঝোনি তুমি কতো বেদনায়

    (30 March, 2024)

    ReplyDelete
  14. আমার অনুরাগে অনুরণে
    তোর যতো ভাবনায় অনুমনে
    জীবনের অর্থ খুঁজি ফিরি
    ওই এক চিলতে হাসির নীড়ে।

    তোর চাহনির মৃদু তীক্ষ্ণতাতে
    অনুমিত ওই লাজুক তাকানোতে
    বেঁচে থাকার উপন্যাস লিখি
    প্রতিটি প্রহর ধরে ধরে।

    ওই কণ্ঠের প্রতি শব্দের সুরে
    আর তোর কথার সব মায়ায় জুড়ে
    স্বপ্ন দেখার গল্প বুনে ফিরি
    ওই তোর কোলের শান্তিদের ভিড়ে।

    (15 May, 2024)

    ReplyDelete
  15. তোমার নামে শুদ্ধ রাগের ফুলকুঁড়ি কিছু আনিয়েছি
    জানুয়ারির প্রথম সন্ধেয় দেবো বলে
    তোমার চুলের খোঁপায় আর হাতে এক গুচ্ছ রবে
    তোমার মুগ্ধ হাসি এ বুকে তখন প্রলয় আনার তালে

    ক্লিক ক্লিক ক্লিক...
    আমি মুগ্ধ চোখে ক্যামেরা হাতে ফটোগ্রাফার বনে যাবো
    তুমি দারুণ ছন্দে রূপের প্রকাশে- নানা ভঙ্গিমায় মুহূর্ত বানাবে,
    আর আমি তোমাতে মগ্ন ভীষণ তপস্বী এক ঋষি হবো

    অনেক গুলো মিনিট এভাবে কাটিয়ে দিয়ে একসময়
    আমার ক্লান্ত হাতে তোমার পাঁপড়ি সদৃশ হাতের কোমল বন্ধনে
    রোমান্টিক এক সন্ধ্যার খুঁজে হাঁটতে রবো অনেকটা পথ
    আর আমি দারুণ সব কবিতার আবৃত্তিতে তখন প্রেমের বোপন করবো তোমার মননে

    এভাবেই এক সন্ধ্যা সাজিয়েছি আজ রাতের স্বপ্নে
    যেন অফুরন্ত এক মিষ্টি মুহূর্ত ছিলো এই রাঞ্জার খোয়াবে
    বলো সেই নতুন প্রেমের কবিতার সৃজনে
    এই হ্যাপী নিউ ইয়ার সন্ধ্যেয় আমার হীর হবে?

    (1 January, 2024)

    ReplyDelete
  16. একই রকম অনুভূতিগুলো
    তন্ময় শান্ডিল্যদেব তালুকদার

    ভালোবাসাগুলো কতোই অদ্ভুত-
    তাই না?
    আমার বা তোমার অনুভূতিগুলো?
    চরিত্ররা বদলে গেলেও,
    একই থাকা আবেগগুলো?
    কখনো বা হারিয়ে ফেলার- আকাশফাঁটা হাহাকার গুলো?
    যেন এক মুহূর্তেই ছবির মতো মনে হতে থাকে-
    একসাথে কাটানো বিকেল, সন্ধ্যের খুনসুঁটিগুলো!
    কতো অভিমানের মান ভাঙানোর গল্প গুলো!
    একসাথে হাঁটা, প্রথম হাতে ধরা?
    কিংবা প্রথম যেদিন চুমু খাওয়া?
    একটি বা দুটো গোলাপ হাতে-
    কোনো বিকেলে ঝালমুড়ি খাওয়া?
    মুহূর্তের মাঝে মনে হতে থাকে সব।
    ভালোবাসাটা চিরন্তন বলেই বোধ হয়!
    আমি তুমি চরিত্ররা বদলে যেতে থাকে বছরের পর বছর।
    হয়তো বা ব্যক্তিত্ব গুলোও সময়ের প্রয়োজনে!
    কিন্তু সেই বকুলতলা, লেকের পাড়,
    কিংবা ঝিলের কোণে বসে স্মৃতি রচনা-
    অথবা স্মৃতিচারণা!
    অনাদিকাল থেকে চলতেই থাকে।
    ভালোবাসা কতোই অদ্ভূত, তাই না?
    আরও অদ্ভূত চিরন্তন ভালোবাসার সব গল্পগুলো!
    তারুণ্যের প্রাণে প্রেমের স্পর্শ-
    সম্ভবত ঈশ্বরের শ্রেষ্ঠ রচনা।
    তাই গল্পটা আমার কিংবা তোমার যারই হোক -
    বিয়োগে দুঃখ আমাদেরই।
    আর মিলনে স্বর্গের বাসন্তিক আনন্দ!
    আমাদের সবার অনুভূতি গুলো একই রকম,
    এমনটা আসলেই কেন হয় বলতে পারো?

    (29 July, 2024)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ঈশ্বরের এই বিশ্ব হ্যাক করলে কেমন হয়?

অন্তত এমন হোক