অন্তত এমন হোক
ছবিঃ www.vecteezy.com
অন্তত এমন হোক
তন্ময় তালুকদার
অন্তত একটি মিষ্টি কণ্ঠ,
আর একটুকু সুর থাকুক,
আর ঢেউ খেলে যাক
সাত শব্দের মূর্ছনা।
অন্তত একটি শান্তির বিকেল,
হুম, একটুকু রোদেলা
আর নাতিশীতোষ্ণতা,
সঙ্গে থাকুক প্রিয় কবিতারা।
অন্তত, তুমি থাকো,
আর সবুজে ঘেরা-
কিছু ইলশেগুঁড়ি বৃষ্টি?
আর সাহিত্যিক এক সন্ধ্যা!
অথবা বাসন্তিক একটি দিনে
বরফ-তুলোর উপত্যকার পাশ দিয়ে-
সাঁ সাঁ করে ছুটে যাবো নাহয়
দূরে কোথাও তোমায় নিয়ে?
|| আমার কিছু কবিতা হতে - ৪ ||
রচনাকালঃ ৩ মার্চ, ২০২৩ খ্রিঃ (মধুবাগ, ঢাকা)
কবিতাটির ইংলিশ ভার্শনঃ https://tonmoytalukder.blogspot.com/2023/03/at-least-so-be-it.html
ReplyDelete