আজি বরিষার বাতাবরণে


ছবিঃ www.pinterest.com

আজি বরিষার বাতাবরণে...

তন্ময় তালুকদার

আজি মেঘ মল্লার কাব্যে বিভূষিত বাতাবরণে-
সমস্ত রোমন্থন শুধুই বরিষার নবীনবরণে।
আজি একাকার হয়ে খুঁজি ফিরে ফিরে আমি,
স্বপ্নের প্রেম থেকে কেউ আজ এসেছে কি?
কল্পনার ছন্দেতে লয় মিলায়ে আজ বরষা ঝরে,
আর তুমি তুমি করে খুঁজে ঝড় তুলে হৃদয় গভীরে।
(আমি) বৃষ্টির লয়ে লয়ে হারিয়েই যাবো আজ মেঘ তরঙ্গে,
ঈশান কোণ হতে উঁকি দাও শুধু তুমি নিবে কি (আমায়) সঙ্গে?
আজি মেঘ মল্লার কাব্যে বিভূষিত বাতাবরণে-
সমস্ত রোমন্থন শুধুই বরিষার নবীনবরণে।
আজি একাকার হয়ে খুঁজি ফিরে ফিরে আমি,
স্বপ্নের প্রেম থেকে কেউ আজ এসেছে কি?


|| আমার কিছু কবিতা হতে - ২ ||

রচনাকালঃ মে ১৬, ২০২২ খ্রিঃ 

Comments

Popular posts from this blog

ঈশ্বরের এই বিশ্ব হ্যাক করলে কেমন হয়?

অন্তত এমন হোক