আবির তুলিতে চিত্রপট
ছবিঃ প্রথম আলো আবির তুলিতে চিত্রপট
তন্ময় তালুকদার
আবির তুলিতে আঁকা চিত্রপট?নাকি বাস্তবেরই অবয়বের ভ্রম?
নাকি শেষ বিকেলের জোছনা পূর্ব গল্প?
নাকি সূর্য ডোবার মিষ্টি আলোর মূর্ছনা?
ঈশান কোণের মুগ্ধধারার গল্প কি তবে তুমি!
নাকি সমুদ্রে ভেজা আম্রপল্লব রাগের সুরসুধা?
একি তিলোত্তমার মৃদু ছন্দের আঁকিবুকি?
নাকি পুব আকাশের রংধনুদেরই ছড়াছড়ি?
|| আমার কিছু কবিতা হতে - ১ ||
রচনাকালঃ জুলাই ২৪, ২০২১ খ্রিঃ
Comments
Post a Comment