Posts

Showing posts from 2023

Little melodies of the mind

Image
Pic:  https://br.pinterest.com/ Little melodies of the mind Tonmoy Talukder A little verse, Melodies chime in my mind, And I'll write, that's why, Yet doubts around it spread. What shall I do, oh my Thinking of you Today, I'll write Your sweet smile in view A small flower blooms Spreading fragrance divine This sweet evening My heart is feeling fine Tiny little beads I hum to you, listen, In a corner of my heart Do you know you're drawn within? ||  To be some of my English poems - 2   || (Translation of Bengali little poem from my special comment thread) Compose: March 7, 2023, A.D. (Madhubagh, Dhaka)

একটি বিশেষ কমেন্ট থ্রেড!

 এই পোস্টের নীচে আমি কমেন্ট থ্রেডটি ব্যবহার করতে চাই, মনের মাঝে টুং টাং করা ছন্দ গুলোর স্মৃতিতে। 

আমার প্রথম আয়!

Image
তন্ময় তালুকদার প্রথম আয়! শোনতে একটু আবেগময় লাগে তাই না?  আজ ঘুম ভাঙ্গে বেলা করেই খানিক, কারণ আগের রাতে ঘুমিয়েছি রাত ৪ টা ৩০ এর দিকে সম্ভবত।  ব্যাপার হলো একটি কাজের জন্য অপ্রত্যাশিত ভাবেই ফোন এসেছিলো মাস কয়েক আগে। আগে কখনো প্রফেশনাল কিছু করি নি। তাই যখন ওপর প্রান্ত থেকে শোয়েব ভাই কাজটির কথা বলছিলেন তখন একটু নার্ভাস লাগছিলো। না না করে করেও হ্যাঁ বলে দিই।  কাজটি কিছুই না, একজন পিএইচডি স্টুডেন্টের (আদিত্য ভাই) রিসার্সের কাজের একটি পার্ট - হেইট স্পিচ নিয়ে ন্যাচেরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ও ডেটা ভিজুয়ালাইজেশন এর একটু খানি শরবতে ডেটা এনালাইসিসের কাঁপা হাতে ছেড়ে দেওয়া আন্দাজ মতো নুন-চিনি। অন্তত শুরুতে এমনই সহজ লেগেছিলো।  তবে পিওর এনএলপি নিয়ে কখনো কাজ করি নি আমি তখনো। এডভান্স ভিজুয়ালেশনও এতো পারি না। শিক্ষানবীশ আমি তখন বা এখনও। শেষে ঘাম ঝরেছিলো অনেক এটা বলতে কোনো আক্ষেপ নেই।  তবে এটা ঠিক। কখনো করি নি বলে ভয়ও পাই নি যে পারবো না। পারবো এই বিশ্বাস ছিলোই আমার।   তো তারপর অনেক চড়াই উতরাই পার করে কাজটি করে (কিছু বাকি ছিলো বটে, তবে ফাইনাল এক্সাম মাথায় নিয়ে ওইটুকুই করতে ...

At least so be it

Image
Pic:  www.vecteezy.com At least so be it Tonmoy Talukder At least a sweet voice, and a little bit of melody. Let the waves play the trance of seven words. At least a tranquil afternoon? Hmm, a little bit of sunshine and coolness of fall, stay with beloved poems. At least, you stay, and surrounded by greenery— a little bit of drizzle? and a literary evening! Or amidst the embrace of spring, passing by the snow-capped valley— I'll wander aimlessly taking you somewhere far away? || To be some of my English poems - 1   || (Translation of Bengali poem " Antata ēmana hōka ") Compose: March 3, 2023, A.D. (Madhubagh, Dhaka)

অন্তত এমন হোক

Image
ছবিঃ  www.vecteezy.com অন্তত এমন হোক তন্ময় তালুকদার অন্তত একটি মিষ্টি কণ্ঠ, আর একটুকু সুর থাকুক, আর ঢেউ খেলে যাক সাত শব্দের মূর্ছনা। অন্তত একটি শান্তির বিকেল, হুম, একটুকু রোদেলা আর নাতিশীতোষ্ণতা, সঙ্গে থাকুক প্রিয় কবিতারা। অন্তত, তুমি থাকো, আর সবুজে ঘেরা- কিছু ইলশেগুঁড়ি বৃষ্টি? আর সাহিত্যিক এক সন্ধ্যা! অথবা বাসন্তিক একটি দিনে  বরফ-তুলোর উপত্যকার পাশ দিয়ে- সাঁ সাঁ করে ছুটে যাবো নাহয় দূরে কোথাও তোমায় নিয়ে? || আমার কিছু কবিতা হতে - ৪ || রচনাকালঃ  ৩ মার্চ, ২০২৩ খ্রিঃ (মধুবাগ, ঢাকা)