Posts

Showing posts from 2021

ঈশ্বরের এই বিশ্ব হ্যাক করলে কেমন হয়?

Image
(১) আচ্ছা, ভেবে দেখো তো, Parents থেকে তো আমাদের সৃষ্টি, সেই Parents কতোজন Person এর সমন্বয়ে?  দুই জন।  আচ্ছা, তাহলে Total Grand Parents মানে ঠিক আগের ধাপে কতজন?  চার জন তো? বাবার Parents আর মায়ের Parents সব মিলিয়ে চারজন।  তাহলে হিসেব করি তো-  Parents = 2 Person Grand Parents = 4 Person  Great Grand Parents = 8 Person  2nd Great Grand Parents = 16 Person 3rd Great Grand Parents = 32 Person 4rth Great Grand Parents = 64 Person 5th Great Grand Parents = 128 Person 6th Great Grand Parents = 256 Person 7th Great Grand Parents = 512 Person 8th Great Grand Parents = 1024 Person 9th Great Grand Parents = 2048 Person তাহলে গ্রাজুয়ালি হিসেব করলে ২, ৪, ৮, ১৬, ৩২, ৬৪, ১২৮, ২৫৬, ৫১২, ১০২৮... কিছুর সাথে মিলছে কি?  দুই এর যদি একটি সিরিজ লিখতে বলা হয় যা জ্যামিতিক হারে বাড়বে? অথবা আমরা যে মেমরি কার্ড ব্যবহার করতাম বা করছি, সেগুলোর সাইজ কি যেন? ২ জিবি, ৪ জিবি, বা ৫১২ জিবি, ১০২৮ জিবি বা ১ টেরাবাইট। ম্যাথের সাথে কানেক্ট হয়...

আবির তুলিতে চিত্রপট

Image
ছবিঃ প্রথম আলো  আবির তুলিতে  চিত্রপট তন্ময় তালুকদার  আবির তুলিতে আঁকা চিত্রপট? নাকি বাস্তবেরই অবয়বের ভ্রম? নাকি শেষ বিকেলের জোছনা পূর্ব গল্প? নাকি সূর্য ডোবার মিষ্টি আলোর মূর্ছনা? ঈশান কোণের মুগ্ধধারার গল্প কি তবে তুমি!  নাকি সমুদ্রে ভেজা আম্রপল্লব রাগের সুরসুধা? একি তিলোত্তমার মৃদু ছন্দের আঁকিবুকি? নাকি পুব আকাশের রংধনুদেরই ছড়াছড়ি? || আমার কিছু কবিতা হতে - ১ || রচনাকালঃ জুলাই ২৪, ২০২১ খ্রিঃ