Posts

Showing posts from July, 2019

দুটো প্ৰেম

Image
ছবিঃ  www.istockphoto.com দুটো প্ৰেম তন্ময় তালুকদার এক কাপ দার্জিলিংয়ের প্রেম দিবে? খুব আয়েশ করে দুটো করে চুমু আঁকবো। খুব শীতল ভোরে হিমালয়ের হাওয়ায়, মন প্রাণ ভরে হিম শীতল বিমল বায়ুতে- একটি গভীরতম শ্বাস নিয়ে- এক শব্দে বলবো- ভালোবাসি। পৃথিবীর কোনো দর্শন থাকবে না বাধা হয়ে, থাকবে না কোনো মহাপুরুষের বাণী, শুধু মাত্র কাঞ্চনজঙ্ঘায় প্রতিফলিত কিরনের মতোই, ধ্রুব ও একমাত্র হয়ে থাকবে দুটি প্রেম। কিংবা কাশ্মীরের তুলোর মতো বরফের কিছু প্রেম? শ্রীনগরের থেকেও কিছুটা দূরে থেকে অনুভবের জন্য। শীত আর নাতিশীতোষ্ণের মধ্যবর্তী কিছুতে আটকে থেকে, দুই শব্দেই বলবো, প্রেম চাই। পৃথিবীর যেকোনো প্রথা, মতবাদের বহু ঊর্ধ্বে- তখন হিমালয়ের কোনো শৃঙ্গ জানান দিবে, নিজের মতোই দৃঢ়ভাবে সু - উচ্চে, আমাদের অপার্থিব দুটি প্রেম। কিন্তু, সত্যির আড়ালেও সত্যিটি কি জানো? অলৌকিকভাবে হলেও, ভীষণভাবে তোমায় চাই। || আমার কিছু কবিতা হতে - ৩ || রচনাকালঃ  ২০১৯ খ্রিঃ (দিনাঙ্ক অজানা)